হবিগঞ্জ পৌর এলাকার ইমারত নির্মানে গুনগত মান নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত ॥

হবিগঞ্জ পৌর এলাকার ইমারত নির্মানে গুনগত মান নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভার সভকক্ষে প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার অধিক্ষেত্রাধীন ইমারত/স্থাপনার নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরণ কমিটির এ সভা আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ, আইএবি প্রতিনিধি মোঃ শামছুদ্দিন আহমেদ ভূঞা, আইডিইবি প্রতিনিধি প্রদীপ কান্তি রায়, আইইবি প্রতিনিধি মোঃ আল মনোয়ার। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *