প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রবিবার রাতে হবিগঞ্জ চৌধুরী বাজারের পৌরঘাটলায় অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন। অনুষ্ঠানটি আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি, কে গউছ। অনুষ্ঠানে পূজা কমিটির নেতৃবৃন্দসহ শহরের গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

