হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি পূজা মন্ডপগুলো পরিদর্শন করতে বের হন। প্রথমেই তিনি ঘোষপাড়ার পূজা মন্ডপগুলোতে যান। সেখানে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ করেন। এর পর পিটিআই রোড, ঘাটিয়া, বগলা বাজার, ডাকঘর এলাকা, নায়েবের পুকুর পাড়, দিয়ানত রাম সাহার বাড়ীসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও সহাকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীম।#
