শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভা বিভিন্ন এলাকায় রাস্তার গর্তভরাট সহ মেরামতের কাজ করেছে। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসক প্রভাংশু সোম মহানের মতবিনিময় সভায় রাস্তা মেরামত সংক্রান্ত মতমত ও পরামর্শ তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে শহরের ব্যাক রোড ও বিভিন্ন রাস্তায় গর্ত ভরাট করা হয়। এছাড়াও খোয়া রুলিং ও কমপেক্ট করে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।



