আজ মঙ্গলবার দুপুরে তিনি রবিদাস পাড়া পূজা মন্ডপ ও মাসুলিয়া দুটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এছাড়াও মাছূলিয়া ঘাটলা এবং চৌধুরী বাজার পৌর ঘাটলা পরিদর্শন করেন। প্রতিমা বিসর্জনের জন্য ঘাটলা দুটোকে উপযোগী করে তুলতে তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য তিনি মন্ডপ কর্মকর্তাদের পরামর্শ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সহকারি প্রকৌশলী ( পানি ও পয়ঃ নিষ্কাশন) আব্দুল কুদ্দুস শামীম প্রমূখ।

