শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভা গুরুত্বপূর্ন স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। ২২ সেপ্টেম্বর হতে বিভিন্ন পূজা মন্ডপের আশপাশের ড্রেন সমূহ পরিস্কারের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে নোয়াহাটি বারিধারা, রামকৃষ্ণ মিশনের আশপাশ, ফায়ার সার্ভিস রোড, ঘোষপাড়া তারা পুকুর, গোসাইনগর, কালীবাড়ি, দিয়ানতরাম সাহার বাড়ী, নায়েবের পুকুর পাড়, চিড়াকান্দি বড় পুকুর পাড়, বদিউজ্জামান খান সড়ক, ডাকঘর এলাকা পৌর মার্কেটের পিছনে, বগলা বাজার, মন্দির হাটি ইত্যাদি এলাকাকে ড্রেন পরিস্কার ও আবর্জনা অপসারণের কাজ করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌরকর্তৃপক্ষ।