হবিগঞ্জ পৌরসভার সাবেক পরিচ্ছন্নতা কর্মী জনাব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত জনাব আলী বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। শুক্রবার বেলা ১২ টায় পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান পইল গ্রামে মরহুমের পরিবারের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেন। সাথে সাথে মরহুমের পরিবারের হাতে পৌরসভার পক্ষ হতে অনুদানের টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারি প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) মোহাম্মদ আবদুল কদ্দুস শামীম প্রমুখ।
বাদ জুমা পইল ঈদগাহে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও টিপু আহমেদ।