হবিগঞ্জ পৌরসভায় প্রশাসক প্রভাংশু সোম মহান-এর যোগদান ॥কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় ॥দেশ তারুন্যের শক্তিতে বলীয়ান, তরুনদের আশা-আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড এগিয়ে নিতে চাই – প্রশাসক প্রভাংশু সোম মহান ॥

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন স্থানীয় সরকারের উপপরিচালক প্রভাংশু সোম মহান। বুধবার বেলা ১১ টায় তিনি হবিগঞ্জ পৌরভবনে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রশাসক হবিগঞ্জ পৌরসভার উপস্থিত কাউন্সিলর, সকল শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন।
প্রশাসক প্রভাংশু সোম মহান বলেন,‘আমাদের দেশ তারুন্যের শক্তিতে বলীয়ান। তরুনদের আশা-আকাঙ্খার কথা আমাদেরকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে।’ তিনি বলেন,‘আমরা চেষ্টা করবো জনগুরুত্বপূর্ন কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে।’
প্রভাংশু সোম মহান বলেন,‘পৌর এলাকার ড্রেনের সমস্যাগুলো চিহ্নিত করে তা’ সমাধানের উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা দুর করা এবং রাস্তায় টমটমসহ যান চলাচলে শৃংখলা ফিরিয়ে এনে যানজট নিরসনের জন্য কাজ করতে হবে।’
প্রশাসক আরো বলেন,‘এই পৌরসভার একটি ভাল দিক হলো আমাদের বিভিন্ন কর আদায়ের যে বিষয়গুলো রয়েছে তার প্রায় সবগুলোই অনলাইন ভিত্তিক।’ তিনি জন্মনিবন্ধনসহ নাগরিক সেবাগুলো গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়াও যে সকল ড্রেন নির্মাণ কাজে ধীর গতির কারনে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সে কাজগুলো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।
প্রভাংশ সোম মহান পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিবারের মতো আন্তরিকতা নিয়ে সঠিকভাবে দয়িত্ব পালনের আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, খালেদা জুয়েল, শেখ সুমা জামান, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌলশী মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *