পৌরএলাকার বর্জ্য অপসারণ ও ড্রেন খননের জন্য নতুন এক্সকেভেটর উদ্বোধন করলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম

পৌরএলাকার বর্জ্য অপসারণ ও ড্রেন খননের জন্য নতুন এক্সকেভেটর উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল শহরের রাজনগর এলাকায় মহিলা কলেজের সামনে ওই এক্সকেভেটরের কাজ শুরু করা হয়। উদ্বোধনকালে মেয়র বলেন,‘আমরা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমারা হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা দুরীকরনের জন্য পানি নিস্কাশনের খালগুলো খনন করেছি। বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে কার্লভার্ট নির্মাণ করেছি। বেশকিছু কাজ বর্তমানেও চলমান রয়েছে। খাল খনন, কার্লভার্ট নির্মাণ কাজ ও নিয়মিত বড় ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণ কাজ চালিয়ে যাওয়ার জন্য এবছর ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পরও তেমন কোন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। আমরা পৌরসভার একটি এক্সকেভেটর ও ভাড়াকরা আরো ২/১ টি এক্সকেভেটরের মাধ্যমে বিগত দিনগুলোতে খাল খনন, ড্রেন পরিস্কার ও বর্জ্য অপসারনের কাজ ব্যাপকভাবে পরিচালনা করেছি। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রনালয় হতে আরো একটি এক্সকেভেটর আমরা হবিগঞ্জ পৌরসভায় নিয়ে এসেছি। এর ফলে পৌরসভার পরিচ্ছন্নতা কাজ আরো গতিশীল হবে।’ নতুন এক্সকেভেটর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল শওকত হোসেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পরিচালক শাহিন প্রমুখ।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *