হবিগঞ্জ শহরের নতুন ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন স্থানে হবিগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান। প্রধান অতিথি বলেন হবিগঞ্জ পৌরসভা যে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে তা পরিবেশকে আরো সুন্দর করবে। ময়লা আবর্জনা সড়িয়ে পৌরসভা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশকে আরো সুন্দর করে তোলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচীতে জেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বস্থ করেন।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘আমরা একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলতে এই বৃক্ষ রোপন অভিযান শুরু করেছি। পুরো জুলাই জুড়েই আমরা এ কর্মসূচী পালন করবো। আমরা এই অভিযানে মাধ্যমে হবিগঞ্জ পৌরসভাকে সবুজায়ন করতে চাই।’
বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার বায়েজিদ সরকার , পৌরসভার কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও সাবেক পৌরকমিশনার আব্দুল মোতালিব মমরাজ।
বৃক্ষরোপনে আরো ছিল বারী ফাউন্ডেশন, ইংলিশ নলেজ হোল্ডার্স, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অন্যান্য সংগঠন।