সবুজবাগ এলাকায় হবিগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন অভিযান ॥ পৌরএলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলতে চাই- মেয়র আতাউর রহমান সেলিম ॥

হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সোমবার বিকেলে সবুজবাগ পুরাতন খোয়াই নদীর পাড় ওয়াকওয়ের পাশে গাছের চারা লাগানো হয়। বৃক্ষরোপন অভিযানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘এখন গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। আমরা হবিগঞ্জ পৌরএলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলতে চাই। বাইপাস সড়কের পাশে যেখানে ২০ বছরের ময়লা-আবর্জনা জমা হয়েছিল। আমরা ইতিমধ্যে এই আবজর্না হবিগঞ্জ শহর হতে ৫ কিলোমিটার দুরে নতুন ডাম্পিং স্টেশনে অপসারণ করেছি। এই বাইপাস সড়কের দু’পাশে আমরা সবুজ বেষ্টনী গড়ে তুলতে কাজ শুরু করেছি। বাইপাস সড়কের পার্শ্বসহ পর্যায়ক্রমে পৌরএলাকার বিভিন্ন স্থানে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বলেন,‘আমরা ওয়াকওয়ের পাশে যাতে সবুজ একসারি গাছ দেখা যায় তেমন উপযোগী করে চারা রোপন করবো। এলাকাবাসীর প্রতি অনুরোধ যাতে এই গাছগুলোকে একটু নজরে রাখেন।’ এসময় পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, টিপু আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *