হবিগঞ্জ শহরের নতুন ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এই বৃক্ষ রোপনের প্রস্তুতি হিসেবে জুলাই মাসের প্রথম দিন হতে ওই এলাকায় কার্যক্রম জোরদার করা হয়। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে নতুন ষ্টেডিয়ামের পাশে সড়ক সংলগ্ন স্থানে ঝোপ-জঙ্গল পরিস্কার করা হয়েছে। রাস্তার পূর্ব পাশে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে পরিচ্ছন্নতা কাজ চালানো হয়। শনিবার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার ডাম্প ট্রাক দিয়ে মাটি ফেলা হয়। এ সময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।#