হবিগঞ্জ পৌরসভায় প্রাক-বাজেট মতবিনিময় সভা ॥ খাল খননসহ কার্লভাট নির্মাণকরে বৃষ্টির পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহন করেছি ॥ পৌরসভার জমি উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহন করেছি ॥ সকলের মতামত ও পরামর্শে জনকল্যাণমুলক বাজেট প্রনয়ন করতে চাই-মেয়র আতাউর রহমান সেলিম ॥

২০২৪-২৫ অর্থবছরের জন্য একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমুলক বাজেট প্রনয়নের জন্য প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। বৃহস্পতিবার বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)’র সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘গত তিন বছরে আমরা হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কর্মসূচী চালিয়েছি। খাল খননসহ কার্লভাট নির্মানকরে বৃষ্টির পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহন করেছি। ফলে এবছর তেমন উল্লেখযোগ্য কোন জলাবদ্ধাতার সৃষ্টি হয়নি। পানি উন্নয়ন বোর্ডের সামনের পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যে ড্রেন নির্মাণ করা হয়েছে। তবে বাকী কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ওই কাজটুকু শেষ হলে এই স্থানে আর পানি জমবে না। এছাড়াও আমরা পুরাতন খোয়াই নদী পরিস্কারের মতো উল্লেখযোগ্য কাজে হাত দিয়েছি। ইতিমধ্যে বেশ সফলতাও এসেছে। পৌরসভার জমি উদ্ধার করেছি। আয়বর্ধক প্রকল্প গ্রহন করেছি। আগামী অর্থ বছরের জন্য আমরা সকলের মতামত ও পরামর্শে একটি জনকল্যানমুলক বাজেট প্রনয়ন করতে চাই।’
প্রফেসার ইকরামুল ওয়াদুদ বলেন হবিগঞ্জ পৌরসভা বিগত কিছুদিনে গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহন করায় শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। তিনি বলেন, মেয়র সেলিম জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছেন তা আরো কিছুদিন অব্যাহত থাকলে আমরা পুরোপুরি জলাবদ্ধতা হতে মুক্ত হতে পারবো। সভায় আরো বক্তব্য রাখেন ডাঃ অসিত রঞ্জন দাশ, সাবেক পৌর কমিশনার মুকুল আচার্যী, আব্দুল মোতলিব মমরাজ, এডভোকেট প্রবাল কুমার মোদক প্রমুখ। পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *