পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত ॥ হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট, নির্মাণসামগ্রী ও মালামাল অপসারনে উচ্ছেদ অভিযান করবে পৌরসভা

হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট, নির্মাণসামগ্রী ও মালামাল অপসারণ করতে হবে। হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় এমনই মতামত প্রকাশ করেছেন বক্তারা। বৃহস্পতিবার বেলা ২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পৌরপরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মসূচীকে আরো বেগবান করতে হবে। রাস্তায় টমটম, অটোরিক্সাসহ যানবাহন চলাচলে শৃংখলা বজায় রাখা সহ ফুটপাত দখলমুক্ত করতে হবে। তারা বলেন হবিগঞ্জ শহরের জেলা সদর হাসপাতালের সামনে, মুক্তিযোদ্ধা ”ত্তর, কুশিয়ার হাটা, খোয়াই ব্রীজ এলাকা, কামড়াপুর, খোয়াই নদীর উত্তরপাড়, বানিজ্যিক এলাকা, কোর্ট স্টেশন রোড, পৌরবাস টার্মিনাল এলাকা, শায়েস্তানগর তেমুনিয়াসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশের ভাসমান দোকানপাট, অবৈধ স্থাপনা, ইট, বালু, মাটিসহ নির্মাণ সামগ্রী, সাইনবোর্ড, দোকানের মালামাল ইত্যাদির কারনে যানজট সৃষ্টি হয়। এই এলাকাগুলো ছাড়াও পৌরএলাকার যেখানেই রাস্তার পাশে প্রতিবন্ধকতা পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা প্রয়োজন।
সভায় শহরের যানজট নিরসনের ব্যাপারে নানা মতামত ও পরামর্শ উপস্থাপন করা হয়। নাম্বার প্লেইটবিহীন কোন টমটম যাতে শহরে না প্রবেশ করতে পারে সেব্যপারে জোর দেয়া হবে। সভায় বলা হয় ইতিমধ্যে অটোরিক্সাগুলোকে নাম্বার দেয়ার ব্যাপারে এবং ভাড় নির্ধারনে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের জন্য উপকমিটি গঠন করা হয়েছে।
মাসিক সভায় হবিগঞ্জ শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক বাতি, বৃক্ষ রোপন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য সেবা, পানি সরবারাহ সহ নানা বিষয়ে আলোচনা হয়। সাথে সাথে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে ভ্যানগাড়ীতে দেয়া ও নির্দিষ্ট স্থানে ফেলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
সভায় পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ ও সফিকুর রহমান সিতু।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *