হবিগঞ্জ পৌর এলাকায় বৃক্ষরোপন অভিযান করতে সম্ভাব্য এলাকাগুলো পরিদর্শন করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। শুক্রবার দুপুর ২ টায় তিনি পুরাতন খোয়াই নদীর পার্শ্বদেশ পরিদর্শন করেন। এ সময় তিনি শহরের সবুজায়নের জন্য বৃক্ষরোপনের স্থানগুলো চিহ্নিত করেন। এছাড়াও পুরাতন খোয়াই নদীর পাড়ে নির্মিত ওয়াকওয়েকে আরো পরিচ্ছন্ন ও মেরামত করতে প্রকৌশল বিভাগের প্রতিনিধিদের নির্দেশ দেন। মেয়র হাসপাতাল সড়কে সংশ্লিষ্টদের অবৈধ দোকানপাট সড়িয়ে নিতে বলেন। পরে তিনি শহরের বাইপাস রোড পরিদর্শন করেন। বাইপাস সড়কের আশপাশকে আরো নান্দনিক করে গড়ে তোলতে তিনি বৃক্ষরোপনের পরিকল্পনা করেন।#