১৭ জুন রোজ সোমবার পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে। দুপুর ২ টায় পৌরসভার তিনটি টিম পৃথক পৃথক এলাকায় বর্জ্য অপসারণের কাজে মাঠে নামে। ডাস্টবিনে, মাঠে, রাস্তার পাশে, পুকুর পাড়ে যেখানেই কোরবানী পশুর বর্জ্য দেখতে পাওয়া যায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তাৎক্ষনিক তা’ ডাম্প ট্রাকে উঠিয়ে নেয়। ফলে পুরো পৌরএলাকায় বর্জ্য সংক্রান্ত কোন বিড়ম্বনা ঘটেনি।