১৮ ও ১৯ জুন দুইদিন হবিগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পানি যাতে কম সময়ের মাঝে নিষ্কাশিত হয় সেজন্য পৌরসভা পরিচ্ছন্নতার বিশেষ অভিযান চালায়। প্রচন্ড বৃষ্টির মাঝেই পরিচ্ছন্নতাকর্মীসহ যানবাহনের ড্রাইভার বিভিন্ন স্পটে ছুটে যান। যেখানেই ড্রেন প্রতিবন্ধকতা দেখা যায় সেখানেই পরিচ্ছন্নতা কাজ করা হয়। ফলে ব্যাপক বৃষ্টিপাতের পরও পানি দ্রুত নিষ্কাশিত হয়।