পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরো জোরদার করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে এই ‘উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে মোবাইলে সংযুক্ত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন ‘হবিগঞ্জ শহরের মানুষ যাতে একটি স্বাস্থ্যকর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্যে নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।’ মতবিনিময় সভায় সারা শহরের বর্জ্য সংগ্রহ কার্যক্রমের সাথে জড়িত ভ্যানগাড়ী চালকগন ও পরিচালনাকারীগন উপস্থিত ছিলেন। সভার সভাপতি মোঃ জাহির উদ্দিন বলেন ‘ঈদের আগে ও পরে পরিস্কার হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কাজ অব্যাহত থাকবে। যারা কোরবানী দিবেন তাদেরকে কোরবানী পশুর গোবর, রক্ত ইত্যাদি মাটিতে পুতে ফেলতে হবে। অন্যান্য উচ্ছিষ্ট অংশ ডাষ্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোরবানীর স্থান যথাযথভাবে ধৌত করে নিতে হবে। ময়লা-আবর্জনা, বর্জ্যরে কারনে যাতে কাউকে ভোগান্তির শিকার হতে না হয় সে ব্যাপারে সবার মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে।’ সভায় আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত মোঃ আরব আলী, মনীষ আচার্য্য প্রমুখ। বক্তারা পৌর এলাকার সকল বাসাবাড়ী ও দোকানপাটকে ভ্যানগাড়ীর মাধ্যমে বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমের আওতায় আনার ব্যাপারে গুরুত্বারোপ করেন। ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে সিডিসি’র ভ্যানগাড়ীতে দিলে পরিচ্ছন্ন শহর গড়া সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।#