পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার সকালে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে এ কার্যক্রম চলে। মেয়র আতাউর রহমান সেলিম প্রতিটি ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌর এলাকার ৪ হাজার ৬২১ জন কার্ডধারীকে মাথাপিছু ১৯ কেজি করে চাল দেয়া হয়।