





ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টিতে
হবিগঞ্জ পৌরএলাকার পানি নিষ্কাশনে
পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ
পৌরসভা। মঙ্গলবার বিভিন্ন এলাকার ড্রেনের
প্রতিবন্ধকতা অপসারণ হয়। হবিগঞ্জ পৌরসভার
মেয়র আতাউর রহমান সেলিম পৌরএলাকার বিভিন্ন
স্থান পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভার
পরিচ্ছন্নতাকর্মীগণ পানি নিষ্কাশনের বিভিন্ন
ড্রেন পরিস্কার করেন। উল্লেখ্য, গত ১ বছরে হবিগঞ্জ
শহরের পানি নিষ্কাশনের জন্য মেয়র আতাউর রহমান
প্রচেষ্টায় অনেকগুলো খাল খনন করা হয়। সাথে সাথে
ড্রেনের পাড়ের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। এই
কর্মকান্ডের ফলে তিনদিন অবিরাম বর্ষনের পরও শহরের
পানি দ্রুতই নিষ্কাশিত হয়ে পড়ে।#