জেলা প্রশাসকের বাসভবনের সামনে শহরের থানা ক্রস রোডে ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ॥

জেলা প্রশাসকের বাসভবনের সামনে শহরের থানা ক্রস রোডে ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সার্কিট হাউস মোড় হতে জেলা প্রশাসকের বাসভবনের সম্মুখ হয়ে বেবীষ্ট্যান্ড পর্যন্ত কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি রোড ঢালাইয়ের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে মেয়র আতাউর রহমান সেলিম এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু, শেখ সুমা জামান ও পৌরসভার সহকারী প্রকৗশলী দিলীপ কুমার দত্ত। উদ্বোধনে সময় মেয়র বলেন থানা ক্রস রোডটি হবিগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ন রাস্তা। এখানে রয়েছে সার্কিট হাউজ, জেলা প্রশাসক মহোদয়ের বাসভবন, জেলা পরিষদ, হাসপাতাল, থানা, ট্রাফিক পুলিশ অফিস, জজকোটি সহ অনেক গুরুত্বপূর্ন স্থাপনা। থানার মোড়সহ এই রাস্তার বিভিন্ন স্থানে রাস্তা ভাঙ্গার কারনে পানি জমে থাকতো। ফলে হাসপাতালের রোগীসহ জনগনের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতো। এই ভোগান্তি লাঘবের জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে ৭০ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি আরসিসি হিসেবে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।’ উল্লেখ্য এর আগে কোভিড-১৯ প্রকল্পের আওয়াতায় হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে থান ক্রস রোডের আরসিসি ড্রেন ও ক্রস কার্লভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ কাজের ফলে থানার মোড়ে লেগে থাকা বৃষ্টির পানি সহজেই অপসারিত হবে। ড্রেন ও কার্লভার্টের সাথে সাথে আরসিসি রাস্তা নির্মাণ কাজ সমাপ্ত হলে এই এলাকার সার্বিক পরিস্থিতির অনেকটা উন্নত হবে বলে এলাকাবাসী মনে করছেন।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *