২০২৪-২৫ অর্থবছরের বাজেট চুড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে পৌরপরিষদের বিশেষ সভা


হবিগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট চুড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে পৌরপরিষদের বিশেষ সভা। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুুষ্ঠিত ওই সভায় পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরকর্মকর্তা ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় কাউন্সিলরদের মাঝে আলোচনায় অংশ নেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকতা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় আগামী অর্থবছরের বাজেট চুড়ান্তকরণের লক্ষ্যে আলোচনা হয়। এছাড়াও এই সভার শুরুতে পৌর পরিষদের মাসিক সভায় শহরের যানজট নিরসনে পৌরসভার উদ্যোগ, মার্কেট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নকাজ, কর আদায় ইত্যাদি ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *