হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করার উদ্যোগ নিচ্ছেন মেয়র আতাউর রহমান সেলিম ॥

হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে উদ্যোগ নিচ্ছেন মেয়র আতাউর রহমান সেলিম। মঙ্গলবার বেলা ১২ টায় তিনি কিরবিয়া মিলনায়তন ও আনসার অফিস সংলগ্ন বাইপাস সড়ক এলাকা পরিদর্শন করেন। ওই সময় সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার কর্মীরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ছিল। মেয়র পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মেয়র আতাউর রহমান সেলিম এ সময় সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে নানা পদক্ষেপের ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। তিনি বলেন,‘এই স্থানে ২০ বছরের জমানো আবর্জনার স্তুপ হবিগঞ্জের জন্য এক অভিশাপ ছিল। আমরা নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সমস্যার সমাধান করেছি।’ মেয়র বলেন,‘আবর্জনামুক্ত পরিবেশ করার পরও একটি মহল গভীর রাতে ময়লার বস্তা, পলিথিনসহ বর্জ্য এই স্থানে ফেলে রেখে যায়। যা আমাদেরকে অপসারণ করতে হয়। এই অপকর্ম যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ মেয়র আরো বলেন,‘সড়ক সংলগ্ন এলাকাকে আমরা সবুজায়ন ও সিসি ক্যামেরার আওতায় এনে নান্দনিক অবকাঠামো সৃষ্টি করতে চাই।’ এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *