প্রচন্ড খরতাপে পৌরসভার রোপনকৃত গাছের বিশেষ পরিচর্যা অব্যাহত রেখেছে হবিগঞ্জ পৌরকর্তৃপক্ষ। মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে এই বিশেষ পরিচর্যার কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য হবিগঞ্জ পৌরএলাকাকে সবুজ ও নান্দনিক করতে ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম নানা উদ্যোগ গ্রহন করেছেন। এই কার্যক্রমের আওতায় তিনকোনা পুকুরপাড়, প্রেসক্লাব রোড, সবুজবাগসহ অন্যান্য এলাকায় গাছ রোপন করা হয়। বর্তমানে চলমান খরতাপে যাতে গাছের চারার কোন ক্ষতি না হয় সেজন্য নিদের্শনা দেন মেয়র। এই লক্ষে গাছের চারাগুলোকে সজিব ও সতেজ রাখতে বিশেষ পরিচর্যা কাজ পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা।