পবিত্র ওমরাহ পালন শেষে হবিগঞ্জ পৌরসভায় ফিরেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম

পবিত্র ওমরাহ শেষে হবিগঞ্জ পৌরসভায় ফিরেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মঙ্গলবার বেলা ১২ টায় পৌরসভার কার্যালয়ে এসে পৌছুলে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান প্যানেল মেয়র-১ মোঃ জাহির উদ্দিন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার বিভিন্ন সেকশনে কর্মকান্ডের খোঁজ খবর নেন। তিনি চলমান অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মাঝে সমাপ্ত করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এছাড়াও নাগরিক সেবা নিশ্চিতকরনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য গত ৪ এপ্রিল মেয়র আতাউর রহমান সেলিম সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *