হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিংয়ের জন্য প্রতিষ্ঠিতনতুন ‘ল্যান্ডফিল’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ওহবিগঞ্জ পৌরসভার প্রতিনিধিবৃন্দ ॥

হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিংয়ের জন্য প্রতিষ্ঠিত নতুন ‘ল্যান্ডফিল’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধিবৃন্দ। শুক্রবার সকালে হবিগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক প্রভাংশু সোম মহান ও হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ জাহির উদ্দিনের নেতৃত্বে একটি টিম হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে তারা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, এসটিএস-এ যান। এই এসটিএসে সিডিসি’র প্রায় ৩০ টি ভ্যানগাড়ী প্রতিদিন গৃহস্থালীর বর্জ্য নিয়ে আসে। সেই বর্জ্য এক্সকেভেটরের মাধ্যমে পৌরসভার ৪ টি ডাম্প ট্রাকে করে শহর হতে ৫ কিলোমিটার দুরে নতুন ‘ল্যান্ডফিলে’ প্রতিদিন স্থানান্তর করা হচ্ছে। প্রভাংশ সোম মহান বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক করতে এবং পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বর্জ্য অপসারণ করতে পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দেন। মোঃ জাহির উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে মেয়র আতাউর রহমান সেলিমের পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার নতুন দুটি ল্যান্ডফিল পরিদর্শন করা হয়। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *