পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার৮০ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরসম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৮০ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শুক্রবার বেলা ৩ টায় পৌর টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই সম্মানী ভাতা প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মোহাম্মদ আবুল মনসুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার উন্নয়নে অনেক কাজ করছেন।’ খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা প্রদানে তিনি মেয়রসহ পৌরপরিষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,‘বর্তমানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখছেন। তাছাড়াও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ইমাম মাওলানা কাজী আব্দুল জলিল ও মাওলানা রোকনউদ্দিন আশরাফী। পৌরসভার কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন সফিকুর রহমান সিতু। এছাড়াও পৌরকাউন্সিলর গৌতম কুমার রায় ও টিপু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৮০ টি মসজিদের খতিব, ইমামদের ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *