হবিগঞ্জ পৌরসভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমানের বদলীজনিত কারনে এক বিদায় সংবর্ধনা অনুুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পৌরসভার সভাকক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ রেজাউল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন মুহাম্মদ সাদিকুর রহমান পৌরসভার কাজে খুবই সহযোগিতামুলক মনোভাব দেখিয়েছেন। বিশেষ করে নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিকভাবে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’ মেয়র মুহাম্মদ সাদিকুর রহমানের ভবিষ্যত সুন্দর জীবন ও সাফল্য কামনা করেন। বিদায়ী অতিথি মুহাম্মদ সাদিকুর রহমান বলেন,‘অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকারের উপপরিচালকের দায়িত্ব পালনকালে পৌরসভার কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছি।’ তিনি মেয়র আতাউর রহমান সেলিমসহ যারা পৌরসভায় কাজ করছেন তাদের আন্তরিকতার ভুয়শি প্রশংসা করেন। অনুষ্ঠানে মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার পক্ষ হতে মুহাম্মদ সাদিকুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় ও শেখ সুমা জামান। #