পবিত্র রমজান মাসে শহরের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নকরনের কাজ শুরু করবে হবিগঞ্জ পৌরসভা – পৌরপরিষদের মাসিক সভায় মেয়র আতাউর রহমান সেলিম

পবিত্র রমজান মাসে শহরের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নকরনের কাজ শুরু করবে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার পৌরপরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘নাগরিকগন যাতে পবিত্র রমজান মাসে পানির জন্য সমস্যায় না পড়েন সেই ব্যাপারে পৌরসভার কার্যক্রম গতিশীল করা হবে।’ তিনি বলেন,‘ কোনও কোনও বাসা-বাড়ীতে অবৈধ মটর সংযোগ থাকার ফলে প্রতিবেশীরা স্বাভাবিক পানি হতে বঞ্চিত হন। তাই অবৈধ মটর সংযোগ রাখা যাবে না। যারা নিজ উদ্যোগে মটর সরিয়ে না নেবেন তাদের মটর সংযোগ পৌরসভার পক্ষ হতে বিচ্ছিন্ন করা হবে।’ মাসিক সভায় শহরের যানজট নিরসনে পৌরসভার নানা উদ্যোগের ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও জলাবদ্ধতা নিরসনে চলমান পরিচ্ছন্নতা অভিযান, পৌরসভার আয়বর্ধক প্রকল্পসমূহ বাস্তবায়ন, বাজার ব্যবস্থাপনা জোরদার করাসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও খালেদা জুয়েল। সভা পরিচালনা করেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
সভায় বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হওয়ার ৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *