মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘মেয়র হিসেবে ৩ বছর যথাসাধ্য দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বাকী ২ বছর যাতে সুন্দরভাবে, ন্যায় ও সত্যের পক্ষে থেকে আপানাদের উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি আমি সেই দোয়া ও সহযোগিতা চাই।’ তিনি মোহনপুর, ঘোষপাড়া ও তেঘরিয়া সিডিসি’র সঞ্চয় প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌর টাউন হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মেয়র আরো বলেন,‘আমি নজির মার্কেটের সামনে পৌরসভার জামি উদ্ধার করেছি। এ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের ছিল। আমি জনগনের সম্পত্তি উদ্ধার করে জনগনের কাছে ফিরিয়ে দিয়েছি। এছাড়াও পৌরসভার বেদখল জমিগুলো অবমুক্ত করে মার্কেট নির্মানসহ আয়বর্ধন কাজে ব্যবহার করেছি। এতে করে পৌরসভা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে। ফলে পৌরসভা এই অর্থ দিয়ে জনগনের কল্যানে কাজ করতে পারবে।’ তিনি উপস্থিত সিডিসি সদস্যদের উদ্দ্যেশে বলেন,‘শহরকে পরিচ্ছন্ন করতে সবাইকে ভ্যানাগাড়ীতে বর্জ্য দিতে হবে।’ মেয়র উপস্থিত ১৩৩ জনকে পৌরসভার পক্ষ হতে ডাস্টবিন প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পরে ১৩৩ জন সিডিসি সদস্যের হাতে তাদের সঞ্চয়ের ২ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দেন।#