যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন না করলে পরিচ্ছন্নতা অভিযানের সুফল ভোগ করা সম্ভব হবে না – হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযানে মেয়র আতাউর রহমান সেলিম ॥


যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিবর্তন না করলে পরিচ্ছন্নতা অভিযানের সুফল ভোগ করা সম্ভব হবে না।- শহরের পইল রোডে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ পরিচ্ছন্নতা অভিযানে এ কথা বলেন মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন বিডি ক্লিনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে যে কর্মসূচী পালন করে তা প্রশংসার দাবীদার।’ মেয়র আরো বলেন,‘আমরা পৌরসভার পক্ষ হতে পুরো বছর জুড়েই এই আবর্জনা পরিস্কারের কার্যক্রম পরিচালনা করে আসছি। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অনেক ঝুকি নিয়ে প্রতিদিন এই আবর্জনা পরিস্কারের করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যে সকল স্থানে আমরা কাজ করি আবর্জনা পরিস্কারের পর পরই আবারো বর্জ্য ফেলে পরিবেশ অপরিচ্ছন্ন করে ফেলা হয়। ফলে পরিচ্ছন্নতা অভিযানের সুফল পাওয়া যাচ্ছে না। তাই পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে।’ মেয়র বলেন,‘জনগনকে সচেতন করতে নানা প্রচারনা চালিয়ে আসছি। আশাকরি বিডি ক্লিন ও পৌরসভার সম্মিলিত প্রচষ্টোয় আমরা সচেতনতা সৃষ্টি করতে পারবো। আর সচেতনতা সৃষ্টি করতে পারলেই আমরা মুক্তি পারো জলাবদ্ধতা হতে, মশার প্রকোপ হতে ও অস্বাস্থ্য পরিবেশ হতে।’ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পরে মেয়র শায়েস্তানগর মাছ বাজারের সামনে ড্রেনের উপর বসানো দোকানদারদের তাদের স্থাপনা সড়িয়ে নেয়ার আহবান জানান। তিনি বলেন,‘অন্ততঃ বড় ড্রেনের উপর যে মালামাল বা জিনিসপত্র রয়েছে সেগুলো দ্রুত সড়িয়ে নিতে হবে। অন্যথায় পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা গ্রহন করা হবে।’ #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *