হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজের পশ্চিমে খোয়াই নদীর পাড়ের আবর্জনা অপসারন করে পরিবেশের সৌন্দর্য্য ফিরিয়ে এনেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল খোয়াই নদীর পাড়ের এই স্থানটি পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক।

আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রশাসক এলাকাবাসীর সাথে আলাপ করেন। তিনি ওই স্থানটিতে টমটম পার্কিং এর সুযোগ সৃষ্টি করে রাস্তায় যত্রতত্র পার্কিং বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে বলে জানান। এছাড়াও নদী পাড়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, শহরের কিরবিয়া ব্রীজের পশ্চিম দিকে খোয়াই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বর্জ্য ফেলার কারনে পরিবেশ মারাত্মক দুষিত হয়ে পড়ে। বিগত দিনে বেশ কিছু উদ্যোগ নেয়া হলেও এই স্থানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ হয়নি। এব্যাপারে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক সম্প্রতি পৌরসভার পরিচ্ছন্নতা ও শহরের সৌন্দর্য্য বর্ধন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করে খোয়াই নদীতে অবস্থিত কিবরিয়া ব্রীজের পশ্চিমে নদী-পাড়ের স্তুপীকৃত আবর্জনা আপসারনের উদ্যোগ নেন। নদী দুষন রোধে পৌরসভা আবর্জনা দুরবর্তী স্থানে অপসারণ করতে নিজস্ব এক্সকেভেটর , ডাম্প ট্রাক ও অতিরিক্ত ভাড়াকৃত যানবাহন ব্যবহার করে এ কাজ সম্পাদন করে। ফলে একদিনের ব্যবধানে ওই স্থানের পরিবেশ সুন্দর হয়ে উঠে।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *