- ‘পৌর এলাকায় যানবাহনের ক্ষেত্রে যদি আমরা শৃংখলা রাখতে না পারি তাহলে পৌরবাসীর জন্য দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়। সেক্ষেত্রে টমটমগুলোকে কিউআর কোডের মাধ্যমে নাম্বার প্লেইট দেয়া হবিগঞ্জ পৌরসভার একটি চমৎকার উদ্যোগ।’- হবিগঞ্জ পৌরসভার নিবন্ধনকৃত টমটমের পার্কিং লাইসেন্সের নাম্বার প্লেইট বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন,‘পৌর এলাকার মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে, আপনারাদের পরামর্শেই পৌরসভা যাতায়তের ক্ষেত্রে রোড বিভাজন ইত্যাদি উপস্থাপন করেছে। আপনারা এই নিয়মগুলো পুরোপুরি অনুসরণ করবেন। আমাদের পুলিশের যে বিভাগ আছে এবং পৌরসভার সংশ্লিষ্ট যে বিভাগ আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’ জেলা প্রশাসক বলেন, ‘আশাকরি আমরা যাতায়তের ক্ষেত্রে একটি শৃংখলা প্রতিষ্ঠা করতে পারবো এবং পৌরবাসীর জন্য একটি সুন্দর যোগাযোগের পরিবেশ সৃষ্টি করতে পারবো।’
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক বলেন,‘আমরা আশা করছি পৌরবাসীর প্রানের শহর হবিগঞ্জকে কিভাবে আরো বাসযোগ্য করে তোলা যায় এবং নাগরিক সুবিধাগুলো কিভাবে মানুষের দোরগাড়ায় পৌছে দেয়া যায়-সে বিষয়ে আমরা আরো সচেষ্ট হবো।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে নিবন্ধনকৃত টমটমের গায়ে নাম্বার প্লেইট লাগিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৩ দিনে ১৩শ টমটমকে ২০২৫-২৬ সালের নাম্বার প্লেইট দেয়া হবে। ২৪ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে চলবে এ বিতরণ কাজ।#









