চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ে আবর্জনার স্তুপ অপসারন করে পরিবেশ সুন্দর করার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥

চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ে আবর্জনার স্তুপ অপসারন করে পরিবেশ সুন্দর করার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার বিকেল ৩ টা হতে এই আবর্জনা অপসারনের কাজ শুরু হয়। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক পৌরসভার পরিচ্ছন্নতা ও শহরের সৌন্দর্য্য বর্ধন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করে খোয়াই নদীতে অবস্থিত কিবরিয়া ব্রীজের পশ্চিমে নদী-পাড়ের স্তুপীকৃত আবর্জনা আপসারনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকাতায় শনিবার বিকেলে আবর্জনা অপসারন করে পরিবেশ সুন্দর করার কাজ শুরু হয়। এক্সকেভেটর দিয়ে আবর্জনা অপসারন কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি বাজার পরিচালনাকারী ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। তিনি বলেন ‘আশপাশ হতে প্রতিদিন ব্যাপকহারে বর্জ্য ফেলার কারনে এই নদী পাড়ের পরিবেশ দুষিত হয়ে পড়ে। পৌরসভা ইতিমধ্যে সারা পৌর এলাকায় আবর্জনা অপসারণ, পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধন, বৃক্ষ রোপন ইত্যাদি কাজ পরিচালনা করে আসছে। এমতাবস্থায় চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ের আবর্জনার স্তুপ এলাকার পরিবেশ দুষিত করছে। হবিগঞ্জ পৌরসভা এক্সকেভেটর, ডাম্পট্রাক ও ট্রাক্টর দিয়ে এ আবর্জনা পরিস্কার করে বাশেরঁ খুটি দিয়ে দেবে। সাথে সাথে সচেতনতামুলক সাইনবোর্ডও স্থাপন করা হবে। এই আবর্জনা নদীতে ফেলা খুবই সহজ হতো। কিন্তু পৌরসভা নদী দুষন না করে অতিরিক্ত যানবাহন ভাড়া করে আবর্জনা দুরবর্তী স্থানে অপসারন করছে। নদী দুষনের বিরুদ্ধে পৌরসভা জনমত গঠন করতে চায়।’ তিনি আরো বলেন ‘পরিবেশ সুন্দর করার পর এই স্থানে আর বর্জ্য ফেলা যাবে না।’ এ ব্যাপারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। তিনি আরো বলেন ‘এই নদী পাড়ে আবর্জনা ফেললে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *