হবিগঞ্জ পৌরএলাকার মাংস বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গত ১৪ নভেম্বর শুক্রবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস সভায় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর এলাকার মাংস বিক্রেতাগন। পৌরএলাকায় গরু, খাসিসহ অন্যান্য মাংস যথাযত বিধিবিধান মেনে বিক্রি করার ব্যাপারে সভায় আলোচনা হয়। এ সভায় সিদ্ধান্ত হয় পৌর এলাকার দোকানগুলোতে স্বাস্থ্য সম্মতভাবে মাংস বিক্রি করা হবে। মরা অথবা রোগাক্রান্ত পশু বিক্রির উদ্দেশ্যে জবাই করা যাবে না। ধর্মীয় বিধিবিধান অনুসরণ করা হবে। পৌরসভার সীলমোহর দেয়া হবে। এছাড়াও মাংসের দর পরবর্তী সভায় নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, অক্টোবর মাসের পৌর পরিষদের সাধারণ সভায় প্রশাসক মোঃ মঈনুল হকের উপস্থিতিতে পৌর এলাকায় মাংস বিক্রির বিধি বিধান যথাযথভাবে অনুসরনের ব্যাপারে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার মাংস বিক্রেতাদের নিয়ে হবিগঞ্জ পৌরসভা মতবিনিময় সভা করে।









