হবিগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। ১৬ নভেম্বর রোজ রবিবার বিকেলে এই ক্রেষ্ট হস্তান্তর করেন পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ক্রেষ্ট হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্রেষ্ট দেয়ার সময় হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে বিশেষ সহযোগিতার করার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান পৌরসভার কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানও পৌরসভার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।








