হবিগঞ্জ শহরের জেলা সদর হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার সকালে হাসপাতালের সামনের রাস্তায় ভাসমান দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবালের নেতৃত্বে পৌরসভার একটি টিম ওই উচ্ছেদ অভিযানে অংশ নেয়। অভিযানে মাইকে জানিয়ে দেয়া হয় এই রাস্তা সারা জেলার চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা ব্যবহার করে থাকেন। তাই রাস্তাটিকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে কোন অবৈধ স্থাপনা বা ভাসমান দোকানপাট বসতে দেয়া হবে না। কেউ এই নিয়মের লংঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#