আমাদের প্রতিজ্ঞা উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও তথ্য প্রযুক্তি নির্ভর পৌরসভা গড়েতোলা

হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী ॥

চলমান প্রকল্প ও উন্নয়ন কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন মেয়র আতাউর রহমান সেলিম ॥

হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তিনি পৌরসভার কার্যালয়ে পৌঁছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল মনসুর। বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী পৌরসভার বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোজ খবর নেন। পৌরসভার চলমান প্রকল্প ও উন্নয়ন কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও পৌরসভার দীর্ঘদিনের আবর্জনা স্তুপ অপসারণ ও নতুন ডাম্পিং স্টেশন স্থাপন সম্পর্কে আলোচনা করা হয়। ভবিষ্যতে ডাম্পিং স্টেশনের রাস্তাসহ অন্যান্য উন্নয়ন কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানদের সাথে আলোচনা করেন বিভাগীয় কমিশানার। তিনি বলেন,‘ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে কাজ করলে মেয়রের পক্ষে পৌরসভাকে এগিয়ে নেয়া সহজ হবে।’ এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।#