পরিচ্ছন্নতা বজায় রেখে জীবনযাপন করলে রোগ-বালাই হতে দুরে থাকা সম্ভব হবে।- দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ ইং উপলক্ষে ঘাটিয়া রাধাগবিন্দ আখড়ায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এ কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন,‘আপনারা ময়লা আবর্জনা পথে-ঘাটে অথবা ড্রেনে ফেলবেন না। প্রতিদিনের বর্জ্য ভ্যানগাড়ীতে দিবেন অথবা ডাস্টবিনসহ পৌরসভার নির্ধারিত স্থানে ফেলবেন।’ আতাউর রহমান সেলিম বলেন,‘আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর শহর রেখে যেতে চাই।’ অনুষ্ঠানে পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, প্রিয়াংকা সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।#