পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির জন্য হবিগঞ্জ পৌরসভাকে তাগিদ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পৌরসভায় পাঠানো পত্রে প্রতি পাঁচ বছর পর পর কর নির্ধারণ নিশ্চিত করা, সঠিক পদ্ধতিতে বিধি মোতাবেক কর নির্ধারণসহ ৭ টি নিদের্শনা দেয়া হয়েছে ওই পত্রে। দেখুন আপলোড করা পত্র।
হবিগঞ্জ পৌরসভা অন্তর্বতীকালীন কর নির্ধারণ সংক্রান্ত তথ্য ২০১১-২০২৩ ইং (১ম কোয়ার্টার) ওয়ার্ড ভিত্তিক বাৎসরিক ডিমান্ড প্রস্তুত করা হয়েছে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে। দেখুন আপলোড করা ২য় সীটে।