শহরের প্রেসক্লাব রোডে বড় ড্রেনের উপর স্ল্যাব নির্মাণ কাজ সম্পন হয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম মহোদয় দায়িত্ব গ্রহন করার পর প্রেসক্লাব রোডের কার্পটিং সম্পন করা হয়।
বার্ষিক উনয়ন কর্মসূচীর আওতায় প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে বড় ড্রেনের নতুন স্ল্যাব নির্মাণ করা হয়। ইউজিআইআইপি’র আওতায় প্রেসক্লাব রোডের সংস্কার কাজ এবং পরবর্তীতে স্ল্যাবের কাজ বাস্তবায়নের ফলে এই রাস্তাটির সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে।
বিগত দিনে এই ড্রেনের উপরিভাগ ভাঙ্গা স্ল্যাবের কারণে প্রতিনিয়ত পথচারীদরকে ভোগান্তির শিকার হতে হতো। এই রাস্তাটি শহরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তায় রয়েছে প্রেসক্লাব, মহিলা অধিদপ্তর অফিস, সুরবিতান, বসন্তকুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাঠাগার, খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়, জেলা রেড ক্রিসেন্ট অফিস, জালাল স্টেডিয়ামের পূর্বগেইটসহ অন্যান্য স্থাপনা।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম মহোদয় এই রাস্তা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহন করায় বর্তমানে এর সৌন্দর্য্য যেমন বদ্ধি পেয়েছে তেমনি পথচারীদের ভোগান্তিও লাঘব হয়েছে।