পৌরএলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম মহোদয়। শুক্রবার সন্ধ্যায় তিনি হবিগঞ্জ শহরের শ্রীশ্রী কালিবাড়ি পূজা মন্ডপ হতে পরিদর্শন শুরু করেন। পূজা মন্ডপসমূহ পরিদর্শনকালে মেয়র মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পূজা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন।
পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করেন। মেয়র বলেন, ‘হবিগঞ্জ পৌরসভা গঠিত টিম উৎসব শেষ হওয়ার পূর্ব পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম কুমার রায়, পান্না কুমার শীল, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, সাফিকুর রহমান সিতু প্রমুখ।