আমাদের প্রতিজ্ঞা উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও তথ্য প্রযুক্তি নির্ভর পৌরসভা গড়েতোলা

হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ পৌর কিচেন মার্কেট

হবিগঞ্জ পৌর এলাকার নাগরিকবৃন্দের সুবিধার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৮ সালে কিচেন মার্কেট নির্মাণ করা হয়। এই মার্কেট নির্মাণের উদ্দেশ্য ছিল পৌর এলাকার সাধারন মানুষ বিশেষ করে গৃহিনী,কর্মজীবি নারীরা যেন স্বাচ্ছন্দে মাছ,মাংস,শুটকি ও শাক-সবজি কেনাকাটা করতে পারেন। কিন্তু মার্কেট নির্মাণের পর মাছ,মাংস,শুটকি ও শাক-সবজির দোকান বরাদ্দ না দিয়ে ঐ মার্কেটে কাপড়চোপড়, ডেকোরেটার্স, এ্যাকুরিয়াম ও ওষুধপত্রের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আতাউর রহমান সেলিম ও পৌর পরিষদের উদ্যোগে হবিগঞ্জ বেবীস্ট্যান্ড পয়েন্ট হতে মাছ,মাংস,শুটকি ও শাক-সবজির দোকান হবিগঞ্জ পৌর কিচেন মার্কেটে স্থানান্তর করা হয়েছে।