হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে মেয়র আতাউর রহমান সেলিমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি পৌরসভায় নতুন সংযোজন করেছেন ব্যাটারী চালিত গার্ভেজ ইজি পিকআপ ভ্যান। শহরের অনেক এলাকা রয়েছে যেখানে ট্রাক প্রবেশ করতে পারে না। ফলে আবর্জনা অপসারণ কঠিন হয়ে পড়ে। সরু গলি রাস্তা দিয়ে আবর্জনা বের করে আনার জন্য এই ইজি পিকআপ ভ্যান নতুন সংযোজন করেছেন মেয়র জনাব আতাউর রহমান সেলিম। মঙ্গলবার ঘোষপাড়া এলাকায় নতুন ইজি পিকআপ ভ্যান চালু করেন মাননীয় মেয়র মহেদয়। এ সময় কাউন্সিলর গৌতম কুমার রায়। ইজি গার্ভেজ পিকআপ পরিচালিত হলে শহরের পরিচ্ছন্নতা কাজ আরো জোরদার হবে বলে মনে করছে হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।